পটিয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল ভোগ করছে জনগণ

বাদামতল-বাইপাস প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে। আগামীতেও নানামূখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করা হবে। গ্রামীণ ও শহরের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া আরো বেশ কিছু প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে যোগাযোগ ক্ষেত্রে পটিয়ার চেহারা পাল্টে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাদামতল থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়ক সমপ্রসারণ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জাকির হোসেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ক্রস বর্ডার প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্য, প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ, দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, বিভাগীয় প্রকৌশলী আজহারুল ইসলাম, হুইপের একান্ত সহকারী হাবিবুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে গণসমাবেশ আজ
পরবর্তী নিবন্ধআজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা