পটিয়ায় যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে

সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোন রাস্তাঘাট সংস্কার বিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার উন্নয়নের জন্য গত ১৪ বছরে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসলে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি গতকাল শনিবার পটিয়া পৌরসদরের তালতলা চৌকি থেকে উপজেলার কেলিশহর ভট্টাচার্য্য হাট পর্যন্ত সড়ক ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, উপজেলা আ.লীগের সভাপতি আকম শামসুজ্জামান, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, বিজন চক্রবর্ত্তী, নুরুর রশিদ চৌধুরী এজাজ, মিজানুর রহমান, আলমগীর আলম, এম.এন.এ নাছির, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গিয়াস উদ্দীন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, কামাল উদ্দিন বেলাল, সরোয়ার কামাল রাজীব, শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার, ফেরদৌস বেগম, আবু ছৈয়দ, খোরশেদ গনি, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ পলাশ, সনজীব দাশ, মাহবুবুল আলম, গফফারুল বশর মনু, আসাদুজ্জামান আমিরী তানিম, জসিম উদ্দিন, জহির তালুকদার, নজরুল ইসলাম, তারেকুর রহমান তারেক, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপৃথক অভিযানে ৪ জনের এক মাসের জেল, স্কেভেটরসহ ৩ পিকআপ জব্দ
পরবর্তী নিবন্ধক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসা বিকাশে ব্যাংকের ভূমিকা অপরিসীম