ন মানুষ

মৃন্ময়ী মৃম | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

মানুষের বেশে জন্ম নিলে তবু মানুষ তো নয়
মানুষের আদলে অমানুষ যারা
হোক তাদের পরাজয়।
মরেছে তাদের বিবেক, চেতনা হিতাহিত বোধশূন্য
নিজের স্বার্থে আখের গোছাতে হচ্ছে পাপে পরিপূর্ণ।
মানুষে মানুষে বিভেদ টানতে বর্ম করেছো ধর্ম
ওরে মূঢ়! জানতিস যদি ধর্মের সার, করো সুকর্ম ।
হিংসা, বিদ্বেষ, হানাহানি, ভেদাভেদ নয়তো ধর্মের বাণী
এক স্রষ্টার সৃষ্টি সবাই জীব ও জগতের প্রাণী।
কে যে তোরে দিলো অধিকার ওরে! বধিতে কারো প্রাণ
হত্যাযজ্ঞে কী করে ভাবছিস হয় স্রষ্টার গুণগান!

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত যাত্রা
পরবর্তী নিবন্ধউঠোন