ন্যূনতম সার্ভিস চার্জ দিয়ে সহযোগিতার আহ্বান

চসিক প্রশাসকের সাথে কন্টেইনার ইয়ার্ড মালিকদের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:২০ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল (আইসিটি) হচ্ছে জাতীয় অর্থনীতির অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দৃষ্টিভঙ্গির কারণে যোগাযোগ ক্ষেত্রে চীনের কুনমিং শহর পর্যন্ত বিস্তৃত ঘটছে। সে ক্ষেত্রে চট্টগ্রাম নগরীর উপর বিশাল একটি চাপের সৃষ্টি হবে। তাই আমাদেরকে আগামী দিনের কথা চিন্তা করে সড়ক অবকাঠামোসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো সেই পরিকল্পনায় তৈরি করতে হবে। ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালগুলো বন্দরকে ঘিরে তাদের কার্যক্রম পরিচালিত হয়। সে ক্ষেত্রে বন্দরের সক্ষমতা এবং কোন ধরনের প্রতিবন্ধকতা যেন না হয়, সে দিকে দৃষ্টি রাখতে হবে। একটি উন্নত শহর গড়তে হলে কন্টেইনার টার্মিনালগুলোকে বন্দর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে স্থাপন করা প্রয়োজন। তিনি গতকাল বুধবার টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কন্টেইনার ইয়ার্ড মালিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ শহরের রাস্তার অবকাঠামো উন্নয়নে সরকারের এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সহযোগিতা অপরিহার্য। আপনার সেবা গ্রহীতা, আমরা সেবা দাতা। আমরা চাই এ শহরের রাস্তাগুলো আপনাদের লরি ও ভারী যানবাহন চলাচলে উপযোগী করে দিতে। উন্নত দেশে কন্টেনার পরিবহনের জন্য আলাদা সড়ক রয়েছে। বিষয়টি গুরুত্ব বহন করলেও আর্থিক সক্ষমতার কারণে সিটি কর্পোরেশন একাজে হাত দিতে পারছে না। আপনাদের কাছে আহ্বান থাকবে আমাদের জন্য নূন্যতম একটি সার্ভিস চার্জ দিয়ে সহযোগিতা করলে আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণ সড়ক অবকাঠামো তৈরিতে সক্ষম হবো। আপনারা ইয়ার্ড মালিকরা বসে নগরীর উন্নয়নে চসিককে কি পরিমাণ উন্নয়ন সার্ভিস চার্জ দেয়া যায় তা আপনারা বসে ঠিক করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, রাজস্ব কর্মকর্তা শাহিদ ফাতেমা, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ কন্টেনার ইয়ার্ড মালিকদের মধ্যে ইনকন ট্রেডের নির্বাহী পরিচালক এস এম মফিদুল আলম, ইসহাক ব্রাদার্সের পরিচালক ফাইনান্স আবুল মনসুর, ম্যানেজার এডমিন অ্যান্ড এইচআর মো. মুছা, শফি মোটর্সের হেড অফ অপারেশন মো. মঈন উদ্দিন, ইস্টার্ন লজিস্টিকের পরিচালক ফাইনান্স এ কে এম সাইদুল ইসলাম, নির্বাহী পরিচালক আবদুর রহমান, এসএপিএলের ডাইরেক্টর ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, গোল্ডেন কন্টেইনারের ডাইরেক্টর বেনজির চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৃহবধূ আফরোজা হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা