গৃহবধূ আফরোজা হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:২০ পূর্বাহ্ণ

মহেশখালীতে গৃহবধু আফরোজা হত্যা মামলার আসামি কামিনী আরফিন কংকাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কংকা নিহত আফরোজার স্বামী রকিব হাসান বাপ্পীর প্রথম স্ত্রী। পুলিশ জানায়, রাতে সাভার থানার ডগরমুরা এলাকার একটি বাসা থেকে কংকাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহত আফরোজার বড় ভাই মিজানুর রহমান পুলিশের সঙ্গে ছিলেন। জানা গেছে, কংকাকে গ্রেপ্তারের আগে মামলার প্রধান আসামি রকিব হাসান বাপ্পী ওই এলাকার আশপাশে ছিলেন।
উল্লেখ্য, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের মেয়ে আফরোজা বেগম। গত ১১ অক্টোবর রাতে তাকে খুন করে বাড়ির উঠানে লাশ পুঁতে রাখে স্বামী বাপ্পী। ১৭ আগস্ট তার লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালেও নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধন্যূনতম সার্ভিস চার্জ দিয়ে সহযোগিতার আহ্বান