নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৬ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জিতেছে ২০ গোলে। দুটি গোলই হয়েছে বিরতির আগেই। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছেন সুরভী আকন্দ প্রীতি। কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশ। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বঙের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন। ৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২০ গোলের লিড এনে দেন প্রীতি। রেফারির শেষ বাঁশি যখন বেজেছে, বাংলাদেশ দুই গোলে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিশ্চিত করে নেয়। রাউন্ড রবিন লিগ পর্বে ৫ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার উদ্বোধনী দিনে ভুটানকে ৭০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছে ভারত।

পূর্ববর্তী নিবন্ধআইটিএফ তায়কোয়ান্ডো-দো টেকনিক্যাল সেমিনার সম্পন্ন
পরবর্তী নিবন্ধইস্পাহানিকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় ব্রাদার্সের