নেদারল্যান্ডসে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা বাংলাদেশের

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের রাজধানী হেগে এক কট্টর ডানপন্থীর সাম্প্রতিক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোন ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের সিলেট পর্ব শুরু আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চার বছর ধরে অনাবাদি ৩শ একর জমি