নিস্পাপ নবজাতক কেনো নির্মমতার বলি হচ্ছে?

| রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

টেলিভিশনের পর্দা কিংবা পত্রিকার পাতায় নিত্য রাস্তার ধারে, ডাস্টবিনে নবজাতক পাওয়ার খবর দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এসব নবজাতক ফেলে যাওয়ার উদ্দেশ্য হয় তাদেরকে হত্যা করা। সম্প্রতি একটি সংবাদে দেখলাম নবজাতককে রাস্তার পাশে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়ার কারণে নবজাতকের মাথা থেতলে গিয়েছে। কোনো মানুষ কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে? এখন প্রশ্ন হলো কোথা থেকে আসে এইসব নবজাতক?

নিশ্চয় অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে ঘটে এসব নির্মম ঘটনা। বাংলাদেশে ইদানীংকালে নবজাতকের প্রতি এমন নির্দয় আচরণ বেড়েই চলছে। কিন্তু কেন? সরকারের উচিত এই বিষয়ে যত দ্রুত সম্ভব আইন প্রণয়ন করা এবং দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা।

সেক্ষেত্রে সরকার তদন্ত কমিটি গঠন করতে পারে। আর তদন্ত কমিটি তদন্ত করে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলে তবেই নিস্পাপ নবজাতকের প্রতি এমন নির্মমতার ঘটনা কিছুটা হলেও কমবে।

জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা
মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওমর খৈয়াম : কবি ও দার্শনিক
পরবর্তী নিবন্ধকন্যা সন্তানের অভিভাবক সবচেয়ে বেশি ত্যাগী