নিষ্ঠা ফাউন্ডেশনের লাশ গোসল দাফন কাফন বিষয়ক কর্মশালা

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা, লাশ গোসল কাফন বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফজলে রাব্বী। স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গোলাম মোস্তফা। গোসল ও কাফন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন হাফেজ মাওলানা আতাউল করিম। বক্তব্য রাখেন নিষ্ঠার ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুর। উপস্থিত ছিলেন নিষ্ঠার আজীবন সদস্য সালেহ আহমদ, আবু বকর, সাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআরও আব্দুল্লাহ আল মামুন ও যাকারিয়া আলম। এতে একাধিক সামাজিক সংগঠনের কর্মীসহ ৪৫ জন স্বেচ্ছাসেবীকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. ফজলে রাব্বী বলেন, কোভিড১৯ এবং কোভিড উত্তর নিষ্ঠা ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় যেভাবে ত্যাগ স্বীকার করে যাচ্ছে তা আগামী প্রজন্মের জন্য মডেল হয়ে থাকবে এবং সোনার বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। নিষ্ঠার পক্ষ থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এম এ সবুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরনজিত সেন গুপ্ত
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৩২ তম সিন্ডিকেট সভা