নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার বিএনপির

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে গুমের শিকার বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানের বাড়িতে করালডেঙ্গায় তাঁর মা ও স্ত্রী হাতে গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, হেলাল উদ্দিন, হাজী ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মান্নান, শহীদুল্লাহ চৌধুরী, মো. শহীদুল আলম শহীদ, মোহাম্মদ ইসমাইল, মহসিন খোকন, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।


মহানগর যুবদল : গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অংশগ্রহণের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীই নির্যাতনের শিকার ও গুম হয়ে গেছেন। এসব পরিবারের পাশে সবসময় থাকছেন দলটির নেতারা। গত ২৪ এপ্রিল মহানগর যুবদলের উদ্যোগে এমনই কয়েকটি শহীদ ও গুম হওয়া পরিবারের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

গুম হওয়া এসব নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নাছির, সাইদুল ইসলাম , হারুন চৌধুরী এবং পঙ্গু মোহাম্মদ ইয়াছিন, মো. আরাফাত, ইসমাইল হোসেন রাজিব। যুবদল নেতৃবৃন্দ অবিলম্বে গুম হওয়াদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, নুর আহম্মেদ গুড্ডু, আবু মুসা, দিদার ফেরদৌস, জসিমুল ইসলাম কিশোর, মো. আলি সাকী, মোশাররফ হোসেন, ইকবাল পারভেজ, জিল্লুর রহমান জুয়েল, মঞ্জুর আলম মঞ্জু, হামিদুল হক, জাহাঙ্গীর আলম মানিক, হোসাইন, আহবায়ক গিয়াসউদ্দিন টুনু, কুতুবউদ্দিন, বজল আহমেদ, শওকত খান রাজু, হাবিবউল্লাহ রাজু, তাজউদ্দীন তাজু, যুগ্ম আহবায়ক মো: সেলিম, রিদোয়ান জনি, রাসেল আকাশ, জাবেদ আলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধআত্মশুদ্ধির মাধ্যমে আলোকিত মানুষ হওয়া সম্ভব