নির্বাচন কর্মকর্তা ও সাবেক কাউন্সিলরসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রোহিঙ্গা নাগরিককে এনআইডি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

অসৎ উদ্দেশ্যে প্রতারণা, জাল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া পরিচয়, নাম-ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়া, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া ও পাসপোর্ট পেতে সহযোগিতা করার অভিযোগে জেলা নির্বাচন কর্মকর্তা, চসিকের সাবেক কাউন্সিলর, হাটহাজারীর এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এক মামলায় ১১ জনকে এবং অন্য মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ১১ জনকে আসামি করে নিজ কার্যালয়ে প্রথম মামলাটি দায়ের করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। মামলার আসামিরা হলেন, ডবলমুরিং নির্বাচন অফিসের অফিস সহকারী জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক নূর আহম্মদ, হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সাইফুদ্দিন চৌধুরী, ঢাকার কেরানীগঞ্জ নির্বাচন অফিসের টেকনিক্যাল এঙপার্ট সত্য সুন্দর দে, হাটহাজারী মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, ওই ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের জন্মসনদ প্রস্তুতকারী মোহাম্মদ বেলাল, দালাল আবদুল ছালাম, তার ছেলে আজিজুর রহমান, রোহিঙ্গা লাকী আক্তার (প্রকৃত নাম রমজান বিবি) এবং নাজির আহমেদ। অন্যদিকে বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ অন্য মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত। মামলার আসামিরা হলেন, নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক বিএনপি সমর্থিত কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড অফিসের জন্ম নিবন্ধনকারী ফরহাদ হোসাইন, ডবলমুরিং থানা নির্বাচন অফিসের সাবেক ডাটা এট্রি অপারেটর মোহাম্মদ শাহজামাল, পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের সাবেক প্রুফ রিডার (অস্থায়ী) উৎপল বড়ুয়া, আরেক প্রুভ রিডার রন্তু বড়ুয়া ও পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ। ঘটনার সময় আবদুল লতিফ শেখ পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষে অগ্রগতি মাত্র ৩৫ ভাগ
পরবর্তী নিবন্ধএসডিজি : উত্তরণের শীর্ষ তিনে বাংলাদেশ