নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত অর্জন কি সম্ভব?

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত কিনা সেই সম্পর্কে এখনই পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। দেশের অভূতপূর্ব উন্নয়ন সম্পন্ন হয়েছে ঠিকই। এই উন্নয়নের পরিবেশের বাইরে, আলাদা একটি নিখাদ রাজনৈতিক পরিবেশপরিস্থিতি ও পরিমণ্ডল আছে। সেখানে সচেতন মানুষের চিন্তাচেতনায় ও বিবেচনায়, মৌলিক রাজনৈতিক ইস্যু, বিষয় এবং প্রশ্নগুলিই গুরুত্ব ও প্রাধান্য পায়। বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি) ভারতে প্রথম এটম বোমা ফাটানোর কৃতিত্বের অধিকারী হয়। কিন্তু এর পরপরেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে (পার্লামেন্টের) বিজেপি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কাছে হেরে যায়।

জনগণের উল্লেখযোগ্য অংশের, আওয়ামী লীগ বিরোধী বদ্ধমূল ধারণা ও বিশ্বাস এবং অপরিবর্তনীয় রাজনৈতিক চিন্তাচেতনার কারণে, অনেকেই আওয়ামী লীগকে ভোট দেবে না। কিন্তু বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করলে, আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অবশ্যই নিশ্চিত হবে। গাছ কেটে রাস্তায় ফেলে, যানবাহনে ও ভোটকেন্দ্রে আগুন দিয়ে জাতীয় নির্বাচন প্রতিরোধ করা যাবে না। কারণ, জনগণ জ্বালাওপোড়াও, সন্ত্রাস ও সহিংসতাকে সমর্থন করেনাঘৃণা করে।

অধ্যক্ষ জসীম উদ্দীন হায়দার চৌধুরী

৩০৯৬, আরাকান রোড,

চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধটমাস আলভা এডিসন : বহু আবিষ্কারের জনক
পরবর্তী নিবন্ধস্বপ্নের রাজপুত্তর