নির্বাচনী প্রচারণা

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

আবদুস সবুর লিটন : চসিক নির্বাচনে ২৫নং রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটন গতকাল গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমি আপনাদের সন্তান। বিগত দিনে আপনাদের সুখে দুখে ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থাকব। আগামী ২৭ জানুয়ারি আপনারা নৌকা প্রতীকে মেয়র রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলর পদে আমাকে টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন। গতকাল দিনব্যাপী চলা তার গণসংযোগে বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

জহুরুল আলম জসিম : চসিক নির্বাচনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের পক্ষে গতকাল সন্ধ্যা ৬টায় আকবরশাহ্‌ হাউজিং সোসাইটির উদ্যোগে কাঁচাবাজার সংলগ্ন ব্রিজের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাছারুল আলম তালিমের সভাপতিত্বে জাহাঙ্গীর কবির নয়ন ও আব্দুল করিম রুবেল ভান্ডারির সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিম, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা মো. সিরাজ, আবু তৈয়ব পাঠোয়ারি, মো. ইউছুপ, ফজলে করিম মুকুট, মোতাহার, মো. মোস্তাফা, মোশারফ হোসেন, মো. কামাল, আব্দুল নুর, বাবুল, আজাদ, লিটন, মোস্তাফা কামাল বাচ্চু, এম. সেলিম বাদশাহ্‌, কাজি মো. সেলিম, সুলতান মাহমুদ, ফারুক শেখ, মো. মানিক, ইসমাইল, সাদ্দাম, নেওয়াজ খান, তারেক প্রমুখ। এসময় কাউন্সিলর প্রার্থী জসিম বলেন, এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৭ জানুয়ারি আপনাদের মূলবান ভোট প্রার্থনা করছি। এছাড়া তিনি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি নান্দনিক চট্টগ্রাম গড়তে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

সলিমুল্লাহ বাচ্চু : ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সলিমুল্লাহ বাচ্চু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লিনু নাগের প্রচারণার অংশ হিসাবে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এম কুতুব উদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শিবু প্রসাদ চৌধুরী, পংকজ রায়, দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, সৈয়দ হোসেন তুষার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ সভাপতি মনিরুল ইসলাম, ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগের নেতা জোবায়েদুল আলম আশিক, মোহাম্মদ রুবেল হোসেন, ইমরান হোসেন, রায়হান মামুন, রাকিব, রতন। এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই। এসময় তিনি বর্তমান সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা, সলিম উল্লাহ বাচ্চুকে ঘুড়ি এবং নিলু নাগকে মোবাইল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

হাসান মুরাদ বিপ্লব, ৩৩নং ওয়ার্ড: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের হাজী কলোনি, শাহাজীর পাড়ায় গণসংযোগ করেছেন। গতকাল বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, মো. সেলিম, দোলাতুর রহমান, সিরাজুর রহমান, ইমরান ইউসুফ, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, ওসমান গনি মানিক, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, ওসমান গনি বাপ্পী, আবদুল মতিন,শাহদাত হোসেন, হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল প্রমুখ।
আবুল হাশেম, ২৬ নং ওয়ার্ড: নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ধানের শীষ ও কাউন্সিলর পদে তার নিজের প্রতীক লাটিম মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন আবুল হাশেম। এসময় তিনি ভোটারদের নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন।

জাহাঙ্গীর আলম দুলাল, ১৩নং ওয়ার্ড: জালালাবাদ-জমির হাউসিং সোসাইটি-কৃষ্ণচূড়া-সিবিস-মুক্তিযুদ্ধা কলোনিতে গণসংযোগ পূর্বক এক পথসভায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, গ্যাস সংযোগ, রাস্তাঘাট নির্মাণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। দুলাল আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ১টি গ্রিন ওয়ার্ড করা হবে। জাহাঙ্গীর আলম দুলাল গণসংযোগকালে ধানের শীষ ও ঘুড়ি মার্কায় ভোট চান। পথসভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন এসকে খোদা তোতন, বিশেষ অতিথি ছিলেন শফিকুর রহমান স্বপন। আরো উপস্থিত ছিলেন ৯, ১০ ও ১৩ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সখিনা বেগম, ডা. শফি, আসাদুজ্জামান দিদার, আমান উল্লাহ আমান, নজরুল ইসলাম চৌধুরী মাসুম, হেলাল হোসেন, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, ওয়াকিল হোসেন বগা, এমদাদুল হক স্বপন, মাহবুব খালেদ, মিজানুর রহমান সাইফুল, আলী, গুলজার হোসেন মিন্টু, মোহাম্মদ মিল্টন, কামাল, বাদশা আলমগীর, মো. জসিম, এনামুল হক বাবু, হুমায়ুন কবির, লুৎফর রহমান, আব্দুর রহমান, আজাদ, বিল্লাল হোসেন বাবু, নূর হোসেন, হোসেন, সুমন, আবু ভান্ডারী, মোয়াজ্জেম হোসেন রানা, জজ মিয়া, ইয়াসমিন আক্তার সুমি, বাবুল, ইমন, আবুল বশর আদর, ইলিয়াস, মিজান, কামাল, কলিম, সুজন, বাপ্পি, শামসুদ্দিন শামসু, শাহেদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

জাবেদ, ২৩নং ওয়ার্ড: ২৩নং ওয়ার্ডে নৌকা মার্কা ও মিষ্টি কুমড়া মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কদমতলী মহল্লা কমিটির সর্দার শুক্কুর সওদাগরের সভাপতিত্বে গতকাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ। বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক হাজী ইব্রাহিম, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস কাজিমী, খায়রুল ইসলাম, মোসলেম উদ্দিন নোয়াব, হাজী ইসলাম আমানত খাঁন মক্কা, ফজলুল রব খান মিটু, ওয়াহিদুর রহমান মহসিন, হাজী জাহাঙ্গীর, ইউনুস, আইয়ুব সওদাগর, শেখ আইয়ুব লিটু, ইরফান শরীফ মাসুদ, রবিউল শরীফ, শামসুল হক, নাছির সর্দার, এনাম সর্দার প্রমুখ।

সাহেদ ইকবাল বাবু, ২নং ওয়ার্ড : নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডের মাইজপাড়া ও ঝাড়ুয়াদিঘী পাড় এলাকায় কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু গতকাল মঙ্গলবার সকালে নৌকা ও ঝুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন। এতে উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম, সমাজসেবক হাশেম, রফিক, যুবলীগ নেতা নেজাম উদ্দীন, সাইফুদ্দিন সাইফ, সমাজসেবক সাহেদ, আজাদ, সাহাবুদ্দিন সাফু, রুবেল, ছোটন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা রুবেল, হিরা, আসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম আশরাফুল আলম, ৬নং ওয়ার্ড: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন এম আশরাফুল আলমকে বিজয়ী করতে ওয়ার্ডের নাজের বাপের বাড়ী, নেয়ামত আলী সুফী বাড়ী, মক্কী কলোনী, বড়মিয়া মসজিদ ও কেবি আমান আলী রোড এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ। গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, ইসমাঈল ইলিয়াছ, হুমায়ুন কবির, মো. আনোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ হোসেন, গোলাম ফোরকান, এম মাহাবুবুল আলম, ইলিয়াছ বাবুল, মুনিরুল আলম, নজরুল ইসলাম, বখতেয়ার উদ্দিন, মোহাম্মদ ইসমাঈল, অনুপ কুমার দাশ, সাইফুদ্দিন প্রমুখ।

মহসিন, ৮নং ওয়ার্ড: ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন সোমবার (১৮ জানুয়ারি) শুলকবহর এলাকার চৌধুরী বিল, আব্দুর হামিদ, আব্দুল লতিফ সড়কসহ আশপাশের এলাকালায় গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মহিউদ্দিন, মনজুর মোরশেদ, মো. ফজু ইসলাম, আক্তার হোসেন বাবুল, মো. ইয়াছিন, জামাল হোসেন, সাইফুল ইসলাম, মমিনুল হক শিকদার, শওকত হোসেন, রমজান আলী, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, হোসেন, শাকিল, আরমান, সাইফুল ইসলাম, মোরশদে, আনিসুর রহমান, নিজাম উদ্দিন, নাঈম ইসলাম, আরাফাত হোসেন প্রমুখ।

আবদুল বারেক, ৪০নং ওয়ার্ড: মেয়র প্রার্থী এম রেজাউল করিম ও উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেকের নৌকা ও ঠেলাগাড়ী মার্কার সমর্থনে পতেঙ্গা খেজুর তলা ও মকবুল সোসাইটি ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক, হাজী সাহাদাত হাসান, নুর মোহাম্মদ মেম্বার, মমতাজ মেম্বার, আনোয়ার সর্দার, ইউসুফ কোং, আলী আকবর আবু, নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, মুহাম্মদ শওকত হোসাইন, নাসির, তৌহিদুল ইসলাম, মারুফ হাসান, আকবর জুয়েল, মেহেরাজ তৌসিফ, এসকে আরমান, পলাশ আইচ প্রমুখ।

সালাউদ্দিন কাউসার লাভু, ১৬নং ওয়ার্ড :  ১৬ নং চকবাজার ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী একেএম সালাউদ্দীন কাউসার লাবু চকবাজারে বিভিন্ন এলাকায় ধানের শীষ এবং নিজের প্রতীক ঘুড়ি মার্কার সমর্থনে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক হালিম বাবলু, জাহেদুক হক জাকু, হাফেজ আহমদ, হাসনাত মাসুদ, সালাউদ্দীন সাহেদ, সামিয়াত আমিন জিসান, মো. জসিম, মো. সেলিম, লিটন বৈদ্য, মো. ইউসুফ, সুমন দাশ বাদশা, সুজন ঘোষ, শিবলী, আলাউদ্দিন আলো প্রমুখ।

নুরুল আমিন, ১২নং ওয়ার্ড : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীৃকে বিজয়ী করতে ১২নং সরাইপাড়ায় এক উঠান বৈঠক ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইব্রাহীমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মান্নানের সঞ্চালনায় গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন, এম শওকত আলী ও এবিএম লুৎফুল হক খুশিসহ ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নুরুল আবছার, ৪১নং ওয়ার্ড : বিএনপি মনোনীত ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আবছার ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের সমর্থনে ডেইল পাড়ার কর্মী-সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় সম্পন্ন করেন। মতবিনিময় সভায় প্রার্থী সকল কর্মী-সমর্থকদের একযোগে ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের জয়ের জন্য কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি মা-বোনদের সাথে নিয়ে ২৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপশু-পাখীদের অদ্ভুত কিছু আচরণ
পরবর্তী নিবন্ধজব্দকৃত কাঠের টুকরোতে আরো ২০ হাজার ইয়াবা