নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান

মাছরুর চৌধুরী | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৪৬ পূর্বাহ্ণ

লকডাউন। ঈদের কেনাকাটা। মাস্কবিহীন মানবচিত্র। গণপরিবহনে ভাড়া নিয়ে অঘোষিত ডাকাতি। এ যেন খুব সামপ্রতিক সময়ের সচিত্র সংবাদ। বিশ্বজুড়ে মহামারী করোনার থাবায় বিশ্ব আজ নির্বাক। এ ভয়ংকর করোনা সোনার বাংলাকেও রেহায় দেয় নি। অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে সরকার ঘোষিত বিভিন্ন পদক্ষেপ চলমান। ধাপে ধাপে লকডাউন চলছে। শতোভাগ পরিত্রাণ পেতে নয়, বিশ্বের অন্যান্য দেশের মতো মৃত্যুর মিছিল ঠেকাতে। কিন্তু হায়, আমাদের দুর্ভাগ্য, আমাদের যে সচেতনায় ঘাটতি। উপলব্ধি করা যাচ্ছে, ধারাবাহিক লকডাউনে প্রয়োজন ব্যতীতও রাস্তাঘাটে জন মানুষের চেম্বার। ঈদের দিন ঘনিয়ে আসছে।এই চিত্র আরো বেশি সুস্পষ্ট। দুঃখের বিষয় গণপরিবহনে যাত্রীর স্পল্পতা নেই। আরো স্পর্শকাতর বিষয় হচ্ছে, প্রায় ৩০-৪০ শতাংশ মানুষ মাস্কবিহীন। যা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির ডাক দিচ্ছে।নাহ,আমরা এ দৃশ্য দেখতে চাই না এবং কোন অসচেতনতা নয়। সবিনয়ে অনুরোধ, দয়া করে সবাই মাস্ক পড়ুন। যতটা সম্ভব ঘরে থাকুন। অতি প্রয়োজনে বের হলে গণপরিবহণে সোচ্চার থাকুন যাত্রী স্বল্পতার জন্য। নিজে বাঁচুন। অন্যকেও বাঁচার পরিবেশ সৃষ্টি করুন।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির এপ্রিল সেরা বাবর, এলিসা
পরবর্তী নিবন্ধঈদের আগে শেষ অনুীশলন করলেন টাইগাররা