নিজেদের ঝালিয়ে নিলেন রোমান-দিয়ারা ফ্রান্সে আর্চারি ওয়ার্ল্ড কাপ আজ শুরু

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’-এ খেলতে বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছে বাংলাদেশ আর্চারি দল। আসরে রিকার্ভ ডিভিশনে প্রতিযোগিতা করবেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। আজ শুরু হবে মূল প্রতিযোগিতা। এর আগে গতকাল মঙ্গলবার অনুশীলন করেছে বাংলাদেশের আর্চারি দল।

গতকাল কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ আর্চারি দল শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ বাংলাদেশ সময় বিকেল ৬টায় রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড কাপে বিশ্বের ৫১টি দেশের ২১২ জন পুরুষ ও ১৪৮ জন মহিলাসহ মোট ৩৬০ জন আর্চার অংশগ্রহণ করছেন। রিকার্ভ ডিভিশনে একক ইভেন্টে ১২৪ জন পুরুষ ও ৮৩ জন মহিলা আর্চার, পুরুষ দলগত ইভেন্টে ৪২টি দল, মহিলা দলগত ইভেন্টে ৩০টি এবং মিশ্র দলগত ইভেন্টে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় মালয়েশিয়ার নারী ফুটবল দল
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনা-ব্রাজিল স্থগিত ম্যাচটি ২২ সেপ্টেম্বর