নিখোঁজের একদিন পর উদ্ধার অভিযান যে কারণে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরের ষোলশহর চশমা খালে বোতল কুড়াতে গিয়ে মো. কামাল উদ্দিন নিখোঁজ হয় গত সোমবার বিকালে। অথচ তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ শুরু করে গতকাল বিকেল ৪টার পর। পুরো একদিন কামালের নিখোঁজের খবর ফায়ার সার্ভিস পায়নি? একদিন পর কীভাবে পেল?
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ষোলশহর রেলস্টেশনে কোডেক নামের বেসরকারি একটি সংস্থা প্রতিদিন দুপুরে ৬০ জন পথশিশুকে দুপুরের খাবার খাওয়ায়। পরে তাদের এক ঘণ্টা লেখাপড়া করায়। কামালও ওই ৬০ জনের দলের সদস্য ছিল।
গতকাল দুপুরে কোডেকের কর্মী মোহন খাওয়াতে গিয়ে দেখেন দুজন অনুপস্থিত। তাদের অনুপস্থিতির কারণ খুঁঁজতে গিয়ে তিনি জানতে পারেন চশমা খালে কামালের নিখোঁজ হওয়ার বিষয়টি। পরে তিনি স্থানীয় এক সাংবাদিকের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন।
মোহন আজাদীকে বলেন, কামালের খোঁজ নিতে গিয়ে দেখি খালপাড়ে বসে কামালের বাবা কাঁদছেন। তার সঙ্গে কথা বলে জানতে পারি, কামাল চশমা খালে নিখোঁজ হয়েছে। তখন বিষয়টি আমি এক সংবাদকর্মীর সহায়তায় ফায়ার সার্ভিসকে জানাই। মোহন জানান, পথশিশুদের নৈতিকতার বিষয়ে পড়ালেখা করানো হয়। যাতে তারা অন্যায় কোনো কাজে জড়িয়ে না পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, মঙ্গলবার ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। এর আগে এ বিষয়ে আমাদের কেউ জানায়নি।
অবশ্য কামালের বাবা সোমবার রাতে টহল পুলিশকে জানালেও সাড়া না পাওয়ার অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই হানাদার মুক্ত দিবস আজ
পরবর্তী নিবন্ধচশমা খালে এবার শিশু নিখোঁজ