নিঃসঙ্গ

নাদিয়া ফারহানা | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

তোমাকে কী করে বোঝাই
কতটা নিঃসঙ্গ আমি
সূর্যের মতো একা আমি
দ্যুতি ছড়িয়ে যাচ্ছি সর্বত্র
উদয় হই, অস্ত যাই প্রতিদিন,
কেউ খোঁজ নেয় না একটিবার
কারো কবিতার শিরোনাম হই না আমি।

আমার আলোয় আলোকিত যাঁরা
তাঁরাই ভালোবাসার নিদর্শন।
আমাকে নিয়ে রচিত হয় না কাব্য গান,
আমার রূপে পাগল হয় না কোনো প্রাণ।
আমি দাম্ভিক আমি আগুনের স্ফুলিঙ্গ
আমি দিয়ে যাই, বিনিময়ে নেই না কিছু।

তোমাকে কী করে বোঝাই
যেদিন আমি থাকব না থাকবে না কোন আলো
চাঁদের রূপ হারিয়ে যাবে সেই কি তবে ভালো?
আঁধার নামবে তোমার সাজানো ভুবন জুড়ে
খুঁজে পাবে না তোমার আহ্লাদী চাঁদটাকে
ধারের আলোয় অনেক হয়েছে কবিতা গান,
বুঝতে শিখো প্রভা ছড়ায় কোন সে প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক
পরবর্তী নিবন্ধআমাদের জীবনে শিক্ষা-দীক্ষার সমন্বয়