নালার উপর ও ফুটপাতে কাঠ রাখায় চার দোকানকে জরিমানা

আজাদী অনলাইন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৮:২৬ অপরাহ্ণ

নগরীর শুলকবহরস্থ এশিয়ান হাইওয়ের পাশে অবৈধভাবে দখলে নিয়ে ফুটপাত ও নালায় পণ্য রেখে ব্যবসা করায় চারটি কাঠের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৬ জানুয়ারি) চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে কোয়ালিটি টিম্বার, মেসার্স পটিয়া টিম্বার, আনোয়ারা ট্রেডিং এবং জুনায়েদ ভাই ভাই টিম্বার।

প্রতিটি দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।

তিনি বলেন, “নালার উপর পাটাতন দিয়ে তার উপর বিক্রির জন্য কাঠ রেখেছিল দোকানগুলোর মালিক। আবার ফুটপাতেও কাঠ রাখায় পথচারীর চলাচলে বিঘ্ন ঘটে।”

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে আইভীর হ্যাটট্রিক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় রোহিঙ্গা যুবক নিহত