নামাজের সময় সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র বন্ধ রাখুন

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৩০ পূর্বাহ্ণ

হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে সামনে রেখে দেশের প্রতিটি মণ্ডপে মণ্ডপে আয়োজক আর কারিগরগণ ব্যস্ত সময় পার করছেন। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে, ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে। সারাদেশে অন্তত ২৯ হাজার ৯৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় প্রতিটি মণ্ডপে ভক্তিমূলক সংগীত বাজানোর পাশাপাশি বিভিন্ন ধরনের গান বাজানো হয় দীর্ঘসময় ধরে। মন্দিরে ঢাক, ঢোল, কাসা বাজানো ছাড়াও অন্যান্য বাদ্যযন্ত্র মাইক বা পিএ সাউন্ড সিস্টেম ব্যবহার হয়। যা অনেক সময় আযান ও নামাজ চলাকালীনও চলতে থাকে। যার কারণে আযান ও নামাজ পড়ার সময় অসুবিধা সৃষ্টি হয়। তাই উচ্চ শব্দের কারণে যাতে জনসাধারণের বিরক্তির সৃষ্টি না হয় ও অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দেশব্যাপী সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আযান ও নামাজের সময় সব ধরনের বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। শান্তি ও সমপ্রীতির মাধ্যমে দেশে দুর্গোৎসব পালিত হোক।
মো.সাইমুন, চন্দনাইশ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার দা সূর্যসেন: বিপ্লব আর ত্যাগের প্রতীক
পরবর্তী নিবন্ধসামাজিক ও পারিবারিক সচেতনতাই নারীর উপর শারীরিক মানসিক লাঞ্ছনা রোধ করতে পারবে