নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এল ১৯ মহিষ

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এলো ১৯টি মহিষ। শনিবার সকালে টেকনাফের জাদিমুরা সীমান্ত দিয়ে মহিষের পালটি অনুপ্রবেশ করে। মহিষগুলোকে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জাদিমুড়া এলাকার বাসিন্দা আবদুল খালেক জানান, নাফ নদী সাঁতরে মহিষগুলোকে আসতে দেখে বিজিবি সদস্যরা এলাকাবাসীর সহযোগীতা চান। পরে স্থানীয় লোকজন মহিষগুলোকে একত্রিত করে রাখেন।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এখনো মহিষগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে নদী সাঁতরে মহিষের পালটি এই পাড়ে চলে এসেছে।
উল্লেখ্য, এর আগে গেল বছর নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে এসেছিল দুটি হাতি। সেসময় হাতি দুটিকে বনে ঢুকিয়ে দেয় বনবিভাগ।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভাকে অনুসরণ করবে অন্যান্য পৌরসভা
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু