নাটাব যাকাত তহবিলে যাকাত প্রদানের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার সভাপতি মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এক সভা সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন এবং নাটাবের সি.এম.ও ডাঃ পঞ্চানন চক্রবর্তী। উক্ত সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি। তিনি বলেন, যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। নিয়মিত, পরিমিত, সঠিকভাবে চিকিৎসা গ্রহণের ফলে যক্ষ্মারোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এটি সম্ভব হয়েছে। নাটাবে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তিনি সমাজের বিত্তবানদের এক্ষেত্রে দানের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। অনুরূপভাবে সমিতির সকল আজীবন সদস্য/সদস্যাদের এ ব্যাপারে দানের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া সভাপতি মহোদয় নিজ ব্যক্তিগতভাবে সমিতির যাকাত ফান্ডে যাকাত প্রদান করেন। এজন্য সমিতির সাধারণ সম্পাদক সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানান।

পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাস্তবমুখী শিক্ষা অর্জনে ৩টি প্রতিষ্ঠান ঘুরে দেখলেন সিআইইউর শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৫শ লিটার মদ উদ্ধার