নাটক ‘মনে রেখো আমায়’

| রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

সময়ের সম্ভানাময়ী অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করছেন নাটকসিনেমায়। পড়াশোনার জন্য মাঝে অভিনয়ে বিরতি নিয়েছিলেন জিম। দীর্ঘ বিরতি পেরিয়ে দেড় বছর পর সমপ্রতি নাটকে কাজ করেছেন তিনি। ‘মনে রেখো আমায়’ নাটকের মাধ্যমে বিরতি ভাঙলেন অভিনেত্রী। নাটকটিতে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে। তানভীর তন্ময়ের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। সমপ্রতি পূবাইলে নাটকটির চিত্রায়ণ হয়েছে। খবর বাংলানিউজের।

কাজে ফিরে জিম বলেন, ক্লাসিক প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। প্রথমবার আশিক ভাইয়ের সঙ্গে পর্দা ভাগ করছি। তিনি সহশিল্পী হিসেবে চমৎকার। নাটকের গল্পটিও দারুণ। আশিক চৌধুরী বলেন, নাটকে আমি শিক্ষকের চরিত্রে অভিনয় করেছি। একটা সময় ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ঘটতে তাকে নানা নাটকীয় ঘটনা। ‘মনে রেখো আমায়’ রোমান্টিক গল্পের নাটকটিতে আরো অভিনয় করেছেন রকি খান, রত্না খানসহ আরো অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। এরপর ইউটিউবে অবমুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমিক সফলতায় উচ্ছ্বসিত মিতু
পরবর্তী নিবন্ধব্যাংক থেকে অর্থ উধাও : ফোন করে শুনলেন, তিনি মৃত