নাজিরহাট কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস. এম নুরুল হুদার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীতের মাধ্যমে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস.এম. কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এস. এম. নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য রাখেন নাজিরহাট কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অনুমোদর্শী বড়ুয়া। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। ব্যবস্থপনা বিভাগের প্রভাষক মৈত্রী ও বাংলা বিভাগের প্রভাষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে-কলেজ শিক্ষার্থী এবং চট্টগ্রাম বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুর চৌমহনীতে সিজলের সেলস সেন্টারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধইসলামের প্রসার হয়েছে অলিদের চরিত্রের মাধুর্যে