ইসলামের প্রসার হয়েছে অলিদের চরিত্রের মাধুর্যে

চট্টগ্রাম দরবারের মহাত্মা সম্মেলনে বক্তারা

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

আউলিয়ায় কেরামগণের তরবারি বা শক্তির দ্বারা নয় বরং তাদের চরিত্র, মাধুর্য দেখে পথহারা মানুষগুলো ইসলামের পথে এসে আলোকিত জীবন গঠনে সক্ষম হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে উদ্‌্‌যাপিত মহাত্মাদের আত্মার আত্ম সংলাপ বিষয়ক অনুষ্ঠান ১৮ তম ‘মহাত্মা সম্মেলন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সম্মেলনে আর্তমানবতার সেবায় রক্তদান কর্মসূচি, রাহে ভান্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কলামিস্ট অধ্যাপক মাছুম চৌধুরী, ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিন। সম্মেলনে এবার ১০ গুণীজনকে রাহে ভাণ্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। এবারের পদকপ্রাপ্তরা হলেন- ছুফি সাধানায় শাহসূফী সৈয়দ আবু জাফর মাইজভান্ডারী, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রযুক্তিবিদে ড. মোহাম্মদ হানিফ সিদ্দিকী, সমাজসেবায় মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ, মুক্তিযুদ্ধে সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, ছুফি লেখক ও গবেষণায় কাজী বেনজির হক চিশতী নিজামী (মা.), ছুফি গীতিকার ও সুরকারে আসলাম রাহী, ছুফি শিল্পীতে কাওয়াল আহমদ নুর আমিরী ও চিকিৎসাায় অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধকুসুমপুরায় করোনা টিকার ফ্রি নিবন্ধন কার্যক্রম উদ্বোধন