নাঈমের ছোবলে নীল রাজশাহী, স্বস্তিতে নেই চট্টগ্রামও

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

অভিষেকেই দারুণ বোলিং করলেন শাহিন আলম। পরে রাজশাহী বিভাগের ব্যাটিং লাইন-আপকে গুঁড়িয়ে দিলেন নাঈম হাসান। প্রতিপক্ষকে দুইশর আগে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়ে স্বস্তিতে নেই চট্টগ্রাম বিভাগও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীকে ১৯৪ রানে গুটিয়ে ব্যাটিং করছে চট্টগ্রাম। ৪ উইকেটে ৫৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা। এখনও ১৩৮ রানে পিছিয়ে দলটি। ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাঈম। দেশের হয়ে এ পর্যন্ত সাতটি টেস্ট খেলা এই অফ স্পিনার এবারের জাতীয় লিগে বল হাতে প্রায় প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দশম পাঁচ উইকেট পূর্ণ করেন নাঈম। প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন শাহিন। নিজের দ্বিতীয় ওভারেই প্রথম স্লিপে ক্যাচে পরিণত করেন মিজানুর রহমানকে। পরের ওভারে তানজিদ হাসানকে ফেরান কট বিহাইন্ড করে। প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে দেওয়ার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি চট্টগ্রামের। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জসিমউদ্দিন বোল্ড হয়ে যান ফরহাদ রেজার বলে। এক ওভারে জোড়া শিকার ধরেন সানজামুল। বাঁহাতি এই স্পিনার এলবিডব্লিউ করে দেন আগের রাউন্ডের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসানকে। দুই বল পর রানের খাতা খোলার আগেই ফিরে যান শাহাদাত হোসেন। দিনের শেষ ওভারে আরেকটি উইকেট হারায় চট্টগ্রাম। সাকলাইন সজিবের বলে স্টাম্পড হয়ে যান ২ চারে ৩০ রান করা পিনাক ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ায় ক্যারম প্রতিযোগিতার ফলাফল
পরবর্তী নিবন্ধশিরোপা প্রত্যাশী শতদল ও পটিয়ার টানা তিন জয়