শিরোপা প্রত্যাশী শতদল ও পটিয়ার টানা তিন জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

প্রথম বিভাগ ফুটবল লিগের শিরোপা প্রত্যাশী শতদল ক্লাব এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা টানা তিন জয় পেয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শতদল ক্লাব ১-০ গোলে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পটিয়া উপজেলা ১-০ গোলে হারায় অপর শিরোপা প্রত্যাশী দল আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে। শতদল এবং রেলওয়ের নিষ্প্রান খেলার প্রথমার্ধ গোলশূন্য অমিমাংসিত ছিল। কোন জোরালো আক্রমন দেখা যায়নি এ অর্ধে। খেলার ১৭ মিনিটে রেলওয়ের তৌহিদুল ইসলাম হেড করলেও শতদল কিপার তা আয়ত্বে নিয়ে নেন। দ্বিতীয়ার্ধে শতদল একটু চড়াও হয়ে খেলতে থাকে। তবে বেশি আধিপত্য বিস্তার করতে পারেনি। এ অর্ধের ৯ মিনিটে শতদলের কৌনিক আহমেদের হেড ক্রস বারে লেগে বাইরে যায়। এরপর খেলার ৪১ মিনিটে শতদল গোল পায়। বাম দিক থেকে ফ্রি কিক লাভ করে শতদল। তা থেকে শেখ সামিউল হক বনি দারুন শটে বল জালে জড়িয়ে দেন (১-০)। এ গোলেই খেলার জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়। তিন খেলা শেষে শতদল ক্লাব ৯ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৩ খেলা শেষে ৩ পয়েন্ট লাভ করেছে। গতকালের এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের শেখ সামিউল হক বনি। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান। দিনের প্রথম খেলার তুলনায় দ্বিতীয় খেলাটি ছিল খুবই উপভোগ্য। আক্রমন পাল্টা আক্রমনে দারুন জমে উঠে এই খেলাটি। দুই শিরোপা প্রত্যাশী পটিয়া উপজেলা এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব চমৎকার খেলা উপহার দেয়। তবে পটিয়ার কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ে কিছুটা পিছিয়ে পড়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। ৩ খেলা শেষে পটিয়া উপজেলার ৯ পয়েন্ট,অন্যদিকে নওজোয়ান ৩ খেলা শেষে ৪ পয়েন্ট লাভ করেছে। তারা প্রথম খেলায় জয় পেলেও পরের খেলায় কর্ণফুলী ক্লাবের সাথে ড্র করে। ফলে শিরোপা প্রত্যাশী দুই দল শতদল এবং পটিয়ার চাইতে নওজোয়ান ৫ পয়েন্ট পিছিয়ে আছে। শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমনে মেতে উঠে দু’দল। খেলার ৪ মিনিটে নওজোয়ানের রানা দাস গোলমুখে পৌঁছে যান। কিন্তু তার প্লেসিং এ বল সাইড বারের পাশ দিয়ে চলে যায়। চার মিনিটে বাদেই গোল পেতে সমর্থ হয় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। তাদের সংঘবদ্ধ আক্রমনে তিন দফা চেষ্টার পর তারা এগিয়ে যায়। প্রথম দফায় পটিয়ার আক্রমনভাগের হেড ফিরে আসে, দ্বিতীয় দফায় ফিরতি বল নওােজয়ান ডিফেন্সের গায়ে লেগে প্রতিহত হয়। তৃতীয় দফায় মুসা বল জালে জড়িয়ে দিয়ে পটিয়াকে এগিয়ে নেন (১-০)। এ গোলের পর পাল্টা আক্রমনে উঠে নওজোয়ান। ফ্রি কিক লাভ করে তারা। রকিবুল ইসলামের ফ্রি কিক পটিয়া কিপার রক্ষা করেন। ২০ মিনিটে বেলালের কাছ থেকে বল পেয়ে গোলদাতা মুসা হেড নেন। কিন্তু বল জালে দিতে পারেননি তিনি। ৪০ মিনিটে নওজোয়ানের সুযোগ নস্যাৎ করে দেন পটিয়ার গোলকিপার রাহুল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পটিয়া। দ্বিতীয়ার্ধেও আক্রমন পাল্টা আক্রমন চলে। ৬ মিনিটে পটিয়ার আক্রমন ঠেকিয়ে দেন নওজোয়ান কিপার শুভ। এরপর নওজোয়ান ক্রমশ আক্রমনের ধার বাড়িয়ে তুলছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের আক্রমনভাগ কাঙ্ক্ষিত গোল পেতে ব্যর্থ হয়। তাদের অনেকগুলো আক্রমন নষ্ট হয় ফিনিশিং এর অভাবে নয়তো পটিয়ার ডিফেন্সের কারণে।
শেষে দিকে ৪২ মিনিটের সময় নওজোয়ানের আক্তার হোসেন বাতু উপরে মেরে দিয়ে আরো একটি সুযোগ নষ্ট করলে পরাজয় নিয়েই মাঠ ত্যাগ করতে হয় তাদের। উল্লাসে মেতে উঠে পটিয়া থেকে আগত তাদের সমর্থকরা। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মো. মুসা। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল। প্রথম বিভাগ ফুটবল লিগে আজকের খেলায় অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং কল্লোল সংঘ। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনাঈমের ছোবলে নীল রাজশাহী, স্বস্তিতে নেই চট্টগ্রামও
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৫৬ কোটি টাকা