নাইক্ষ্যংছড়ির পাহাড়ি পথে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:০৫ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের প্রথম উঠনি নামক এলাকায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি-দৌছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলি মিয়া (২৫) লালমনির হাটের আজিতামারির বাসিন্দা। এ ঘটনায় ট্রাক্টরের মালিক রুহুল আমিন (২৪) আহত হয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ট্রাক্টরের ড্রাইভার
হিসেবে কাজে যোগ দেন আলী মিয়া। সকালে মালিক রুহুল আমিনসহ দৌছড়ি ইউনিয়নের বিভিন্ন কৃষকের কৃষি জমিতে জমি চাষ দিতে যায় তারা। কাজ শেষ করে বিকেলে বাড়ি ফিরে আসার সময় সড়কের লেবুছড়ির প্রথম উঠনি নামক এলাকায় পৌঁছলে একটি জিপ উপর থেকে নামছিল। এ অবস্থায় ড্রাইভার তার গাড়ির ব্রেক ধরলে সাথে সাথে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যায় চালক আলী। আর আহত হয় গাড়ির মালিক। নিহতকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। আহতকে রুহুল আমিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
থানার অফিসার ইনর্চাজ টানটু সাহা বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত। অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকাতারে মেসির আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস