নাইক্ষ্যংছড়িতে সিগারেটসহ আটক ৩ পাচারকারী

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে জব্দ করা হলো বিপুল পরিমাণ অবৈধ সিগারেট। এ সময় হাতে নাতে আটক করা হলো ৩ পাচারকারীকে।
গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের শীল পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বাবুল বড়ুয়ার দোকানের সামনে থেকে এসব বার্মিজ সিগারেটসহ তিনজনকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে ১৫০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হল-উখিয়ার পালংখালী নুরুল হকের পুত্র মো. আরমান (২১), আব্দুল গণির পুত্র আলীম উদ্দিন (২৩) ও সৈয়দ আলমের পুত্র মো. ইমরান (২০)। পুলিশ জানায় আটক তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি টান্টু সাহা সাংবাদিকদের জানান, মাদক উদ্ধার, সন্ত্রাস দমনসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি ইংরেজি বিভাগের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুলে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন