রাহাত্তারপুলে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

অটোটেম্পো সার্ভিস থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরীর রাহাত্তারপুল ও চকবাজার এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নিশাদের পরিচালানায় মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন। সাধারণ যাত্রী ও সমাজ সেবক মিজানুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, চালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ যাত্রীরা বক্তব্য রাখেন। মানবন্ধনে বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন বলেন, চকবাজারে চট্টগ্রাম সরকারি কলেজ, কাজী মহসীন কলেজ, কাজেম আলী স্কুল, বিজ্ঞান কলেজ, মেরনসান স্কুল এন্ড কলেজ, বিএড কলেজসহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ওই এলাকায় যোগাযোগের জন্য তেমন কোন সহজ বাহন নেই। ফলে অল্প দূরত্বের এ পথ চলাচলে লোকজনকে প্রচুর টাকা ব্যয় করতে হয়। মানবন্ধনে চালকরা বলেন, টেম্পু সার্ভিস চালুর পর থেকেই একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ চাঁদা দাবি করে আসছে। তারা চালকদের পথে পথে বাঁধা, মারধর ও গাড়ি ভাংচুর করছে। চাঁদাবাজ চক্রটি অটোটেম্পু সার্ভিসটি বন্ধে বেনামে প্রশাসনের বিভিন্নস্তরে চিঠি দিয়ে তাদের বিভ্রান্ত করছে। মানবন্ধনে বক্তারা, চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে সিগারেটসহ আটক ৩ পাচারকারী
পরবর্তী নিবন্ধবেগম জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না