নাইক্ষ্যংছড়িতে একদিনেই ৫৭ গরু ও ৮ মহিষ জব্দ

মিয়ানমার থেকে পাচার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে পাচার করে আনা ৫৭টি গরু এবং ৮টি মহিষ জব্দ করেছে বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার এক দিনেই এ সব গবাদি পশু জব্দ করা হয়। গত ৩ মাসে প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার টাকার গবাদি পশু জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরের মিডিয়া সেন্টারে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, সমপ্রতি সীমান্তে কিছু দুষ্কৃতিকারী চোরাই পথে গরু নিয়ে আসছে। যা আটকে বিজিবি খুবই আন্তরিক। এ কারণে বিজিবি নিয়মিত গবাদি পশুসহ সব ধরণের চোরাইপণ্য জব্দ করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভোরে ১১ বিজিবি সীমান্ত এলাকা থেকে ৫৭টি গরু এবং ৮টি মহিষ জব্দ করে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, সীমান্তে চোরাকারবারীদের বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে। বিশেষ করে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার