নষ্ট বোটে মালামাল দিতে গিয়ে বাঁশখালীর ৪ জেলে নিখোঁজ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:২৬ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে নষ্ট হয়ে যাওয়া ফিশিং বোটে মালামাল দিতে গিয়ে ৪ জেলে নিখোঁজ হয়েছেন। জানা যায়, গত ৪ নভেম্বর গন্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুফি আলমের বোট মাছ ধরার জন্য সাগরে গেলে খারাপ হয়ে যায়। এই খবর আসলে ওই বোটের জন্য ২ ড্রাম তেল, শুকনো খাবার, পানি ও কলা নিয়ে গত ৫ নভেম্বর জাফর আহমদের ছেলে হাবিবুর রহমান (৩৮), কামাল হোসেনের ছেলে ইকবাল হাসান (১৬), ছাবের আহমদের ছেলে আব্দুল মন্নান (১৮) এবং গুরা বাইশ্যার ছেলে মো. হেফাজ (১৩) সাগরের উদ্দেশে রওনা দেন। কিন্তু নষ্ট বোটটি ফিরে এলেও এই চার জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় সুফি আলম বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে বাঁশখালী এস আই নাজমুল হক রনি বলেন, নিখোঁজের ব্যাপারে সোমবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধান পেলে ০১৮২৫৭০৬৮৬১ ও ০১৮৬৪৩৯১৪০৪ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে তাদের পরিবার।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে মিষ্টান্ন মালিক সমিতি
পরবর্তী নিবন্ধদুনিয়ায় পাপাচার বেড়ে গেলে নেমে আসে আসমানি গজব