নলকূপের পানি নিয়ে হামলা, দুই মহিলা আহত

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় নলকূপের পানি নিয়ে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনায় দুই মহিলা আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ছনহরা গ্রামের ৩নং ওয়ার্ডের কালি মোহন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-একই এলাকার সুমন দাশের স্ত্রী মিনু দাশ (৩৫) ও সাজু দাশের স্ত্রী সুমী দাশ (২৬)। এ ঘটনায় পটিয়া থানায় গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় একটি অভিযোগ দায়ের করেন আহত মিনু দাশ। এ ঘটনায় একই এলাকার মৃত হাসেমের পুত্র মো. মফজল (৪২) কে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি সরকারী বরাদ্দকৃত নলকূপ থেকে পানি আনতে যায় মিনু দাশ ও সুমী দাশ। একই সময়ে বিবাদী মফজলের মেয়েও পানি আনতে যায়। তাদের মধ্যে পানি নেয়া নিয়ে কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মফজল সন্ধ্যায় মিনু দাশের বাড়িতে গিয়ে কয়েকজন মিলে মিনু ও সুমী দাশকে মারধর করে এবং হুমকি ধমকি দিয়ে চলে আসে। পরে স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদকে ঘটনাটি জানানো হয়। তিনি এ ঘটনার কোন সুরাহা করতে না পারায় থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানায়। এ বিষয়ে পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই আসমা উল হোসনা ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধতপন চৌধুরীর ‘শেষ বিদায়’
পরবর্তী নিবন্ধসাহিত্যপাঠের মধ্য দিয়ে সর্বকালীন মানুষ ও অতীতের জীবনধারাকে জানা যায়