নবীন মেলার বর্ষপূর্তি

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

নবীন মেলার ৫৬ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা গতকাল শুক্রবার বিকাল ৩টায় মেলার মিলনায়তনে উদ্বোধন হয়। মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। উপস্থিত ছিলেন মেলার স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক সঞ্জীব কুমার সেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ ও মেলার অন্যান্য সদস্যবৃন্দ।

গতকাল দেশের গান ও পল্লীগীতি গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। আজ শনিবার সকালে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত, আধুনিক গান ও ছড়া গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবার কোল ফিরে পেল শিশু আবদুল্লাহ
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে