নদী গর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ সংযোগ সড়ক

মীরসরাই অর্থনৈতিক জোন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের বঙ্গবন্ধু অর্থনৈতিক জোনের সাথে ফেনীর বেড়িবাঁধ সংযোগ সড়কটি নদী গর্ভে বিলীন হবার পথে। অর্থনৈতিক জোনের সাথে কানেকটিং সড়কগুলো প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে গুরুত্ব পাবার কথা থাকলেও ফেনীর সাথে সংযোগের মূল সড়কটি ভাঙছে। ফেনী নদীর গর্ভে একে একে পতিত হয়েছে রাস্তা, জমি, মাছের খামার। এখনো ভাঙছে মাছের ঘের, অবশিষ্ট রাস্তা ও জমি। ভাঙনের খুব কাছে চলে এসেছে অর্থনৈতিক জোন সংযোগ বেড়িবাঁধ সড়ক ও বৈদ্যুতিক লাইন।
চট্টগ্রাম জেলার সর্ব উত্তর পশ্চিম জনপদ দৃষ্টিনন্দন মুহুরী প্রকল্প এলাকার সেচ প্রকল্প নিকটবর্তী ফেনী নদীর ভাঙনে ইতিমধ্যে নদী গর্ভে পতিত হয়েঠে বিস্তীর্ণ এলাকা। শত শত মৎসজীবীর মাছের খামার চলে গেছে নদী গর্ভে। পাউবো নির্মিত কয়েকটি রাস্তা ও কৃষি জমি চলে গেছে নদী গর্ভে। বর্তমানে অবশিষ্ট মাছের খামার সহ মুহুরী প্রকল্প টু অর্থনৈতিক জোন বিকল্প সড়ক এবং বৈদ্যুতিক লাইন সহ তলিয়ে যাবে মাত্র শতফুট ভাঙলেই। যেখানে বছরেই কয়েক শত ফুট নদী গর্ভে যাচ্ছে, সেখানে শতফুট মাত্র সামনের বর্ষায় রক্ষা হবে কিনা সন্দেহ রয়েছে। নদী গর্ভে সম্পদ হারানো স্থানীয় মৎস চাষী নিজাম উদ্দিন জানান, গত এক বছরেই আমার ২টি মাছের ঘের, মোঃ হানিফের ৩টি, সোহেল আহমদের ১টি, ইমামুল কবিরের ৬টি সহ অনেক মানুষের মাছের খামার নদী গর্ভে। আমাদের এখনো দু-একটা অবশিষ্ট আছে বলে বেঁচে আছি। কিন্তু অনেকে নিঃস্ব হয়ে পথে বসেছে এই নদীতে সব হারিয়ে। এখন কাছে এসেছে বিকল্প বেড়িবাঁধ তথা মুহুরী প্রকল্প ভায়া ফেনী সোনাগাজীর সড়কটি। এটি রক্ষা না হলে বৈদ্যুতিক লাইন সহ পরবর্তী অনেক অংশও চলে যাবে নদী গর্ভে। সোনাগাজী এলাকার মৎস চাষী মোঃ লিটন জানান, এভাবে ক্ষতিগ্রস্তরা পানি উন্নয়ন বোর্ডের কাছে ধর্ণা দিয়েও কিছুই হচ্ছে না। তাই আমরা হতাশা আর উদ্বিগ্নতায় দিনাতিপাত করছি। এই বিষয়ে মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে সরেজমিনে দেখেছি। আসলেই নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদী শাসন থেকে প্রধানত নদীর মূল স্রোতটি ডাইভারশান করে কেটে দিলেই রক্ষা করা সম্ভব হবে সব কিছু। তিনি পাউবো প্রকৌশলীগণকে এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে বারবার অনুরোধও করেছেন বলে জানান। পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দীক বলেন, ভাঙনস্থল
পরিদর্শনে শীঘ্রই একটি টিম পাঠানো হবে এবং কার্যকর উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমহালছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৬ প্রার্থী বিজয়ী