নদীর লিরিক ১৩

নীলাঞ্জন বিদ্যুৎ | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

রক্তের স্রোতের মত একদিন ছিলে খরতোয়া
ভেসেছে বেহুলা সাথে দৈবক্ষোভে মৃত লখিন্দর
উজানে চঞ্চল ছিলো কত স্বপ্ন বিদ্যুৎ চেতনা
তারপর আলোকিত নদীহীন একুশ শতক!
তোমার শরীর কি না সাহসের প্রধান উপমা
রক্তে বোনা ইতিহাস জাগে তন্দ্রাহীন তীরে তীরে
তবু নরকের ঋতু? নেমে আসে নদীর মড়ক
ক্ষমতার ধুলিঝড়ে ঢেকে যায় মসৃণ বিবেক।

মুখরিত শাদা ফেনা জলের পূর্ণিমা বুকে বুকে
এমন নদীকে আজ স্বপ্নেই কেবল দেখে কেউ
হাস্যে-লাস্যে কী দারুণ জলবতী যেন সে হরিণী
ধেয়ে আসে দ্বিধাহীন খরায় বিরান জনপদে?
নদীহীন নিয়তির দেশে নদীপ্রবণ সে আমি
এবার তোমার নাম ভুলে যাবো ভালোবেসে নদী।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক -উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও সম্মাননা
পরবর্তী নিবন্ধউড়ে যায়