উড়ে যায়

আশীষ সেন | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

একদিন সমুদ্রমন্থন শেষে- একটা পাখি
তোমার ঘরবাড়ি লক্ষ্য করে উড়ে যায়
চরের অন্তঃস্থলে শতাব্দীর লালিত ব্যথা
ঘুম হয়ে ফিরে গেছে নীলিমার অন্তপুরে।

আমি সাতসকালেই জেগে উঠে- প্রতিদিন
তোমার আনন্দ- জল অতলে খুঁজে নিই।

সব উড়ে যায়- সব ভেসে যায়
জলের শিকড় আর বাতাসের কলি
আবেশে দোলে আমি ভেসে যাই-
আমার কোনো কুল কিনারা নেই।

পূর্ববর্তী নিবন্ধনদীর লিরিক ১৩
পরবর্তী নিবন্ধবঙ্কিমের উপন্যাস ‘ইন্দিরা’