নতুন ভাবে নতুন রূপে দেখার প্রত্যাশায়

সাহেলা আবেদিন | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহর হলো বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এ শহরকে দেশের বাণিজ্যিক শহর বলা হয়। শুধু ব্যবসা বাণিজ্য নয়, সৌন্দর্যেও চট্টগ্রামের কমতি নেই! পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। সৌন্দর্য আমরা আদৌ ধরে রাখতে পেরেছি কি?
সময় এসেছে আমাদের মন মানসিকতার পরিবর্তন করার। সকলের সমন্বয়ে সুপরিকল্পিতভাবে চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। চট্টগ্রামকে কেন্দ্র করে নানান জায়গায় তৈরি হচ্ছে নতুন নতুন স্থাপনা। কিন্তু চট্টগ্রামকে আগে সুপরিকল্পিত ভাবে সাজাতে হবে। জলবদ্ধতার নিরসন করে, খালগুলোকে নানান ভাবে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। রাস্তা-ঘাট পরিষ্কার -পরিচ্ছন্নতায় নিতে হবে নানামুখী পদক্ষেপ। পাশাপাশি সবুজায়নের মাধ্যমে চট্টগ্রামকে অঙিজেনের ভান্ডারে পরিণত করতে ছাদ বাগান থেকে শুরু করে যার যতটুকু জায়গা আছে, সর্বক্ষেত্রে সবুজের প্রতিফলন ঘটাতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রোগ্রাম চালু করতে হবে, যাতে নারী -পুরুষ প্রত্যেকে যাতে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়, নিজ শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে। সুতরাং আমরা আশা করবো সম্মানিত নবনির্বাচিত মেয়র ও প্রত্যেক সম্মানিত কাউন্সিলারবৃন্দ তাঁরা যেভাবে আশার বাণী শুনিয়েছেন, চট্টগ্রাম শহরকে উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবেন, তা যেনো সত্যিকার অর্থে বাস্তবায়ন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা অত্যাধুনিক পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ে উঠবে -এ প্রত্যাশা আমাদের সকলের।

পূর্ববর্তী নিবন্ধমানুষের সৌন্দর্য
পরবর্তী নিবন্ধহর্নের উচ্চমাত্রার শব্দ নিয়ন্ত্রণে পদক্ষেপ জরুরি