মানুষের সৌন্দর্য

মোহাম্মদ তারেক | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মানুষ কত নাদান। অধিকাংশ মানুষ কালো রং এর প্রতি আগ্রহ কম। কিন্তু ওটাই আসল রং বলে মনে হয়। ফর্সা রং এর প্রতি কোন নেতিবাচক ইঙ্গিত করতে চাই না, কারণ সবই তো স্রষ্টার ইচ্ছা। খনির রং কালো। কিন্তু খনিতে যে ধাতু পাওয়া যায় তার অধিকাংশের রং ভিন্ন। অদ্ভুত নয়। স্রষ্টা এই ভিন্নতা সৃষ্টি করে ভালবাসার অভিন্ন যৌগ তুলে ধরেছেন মানুষকে বোঝানোর জন্য মানুষের সৌন্দর্য বিশ্লেষণে। রং কালোতে বিলীন হতে চাই…মন কালোতে নয়।

পূর্ববর্তী নিবন্ধপটুয়া কামরুল হাসান : এক মূল্যবোধের নাম
পরবর্তী নিবন্ধনতুন ভাবে নতুন রূপে দেখার প্রত্যাশায়