নতুন বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের দায়িত্বভার গ্রহণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. আশরাফ উদ্দিন দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল শনিবার নিয়োগের পাঁচদিন পর আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি সদ্য বদলি ও পদোন্নতি পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যাওয়া মো. কামরুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মামনুন আহমেদ অনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখা একটি প্রজ্ঞাপন জারি করে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দায়িত্ব থেকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার পদে মো. আশরাফ উদ্দিনকে নিয়োগ দেয়। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা কর্তৃক অপর একটি প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র আরো জানায়, মো. কামরুল হাসান অতিরিক্ত সচিব হিসেবে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার পদে প্রায় ৭ মাস দায়িত্ব পালন করেন। এ নিয়োগের মাধ্যমে তিনি অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আক্রান্ত আরো ৮০৯ জন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২০ কি.মি. যানজট দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা