নতুন বার্তা নিয়ে জল্পনা

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা পরীমনি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজিরা দেওয়ার জন্য আদালত চত্বরে উপস্থিত হন। তবে দুপুর ১২টার দিকে মামলার শুনানি শুরুর আগ পর্যন্ত তিনি আদালত চত্বরে গাড়িতে অবস্থান করেন। শুনানি শুরু হলে কড়া পুলিশ প্রহরায় গিয়ে আদালতের এজলাসে দাঁড়ান। শুনানির এক পর্যায়ে নিজেও কথা বলেন। খবর বিবিসি বাংলার।
শুনানি শেষ হওয়ার পর আদালত ভবন থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আশেপাশে ছিল অনেক মানুষের ভিড়। গাড়িতে ওঠার পর হুড খুলে হাত নেড়ে অপেক্ষমাণ মানুষকে শুভেচ্ছা জানান। এ সময় তার চোখে সানগ্লাস আর ডান হাতে ছিল নতুন একটি বার্তা, যেখানে মেহেদি দিয়ে আঁকা মধ্যাঙ্গুলের চিহ্নের নিচে লেখা ছিল ‘মি মোর’।
পরে ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় স্যালুট দেওয়ার ভঙ্গি করে একটি ছবি পোস্ট করেছেন এবং ওই পোস্টে তিনি সিএমএম কোর্ট চেক ইন দিয়েছেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ওই পোস্টটি শেয়ার হয়েছে প্রায় এক হাজার বার আর ইমোজি ব্যবহার করে রিএ্যাক্ট দিয়েছেন অর্ধ লাখেরও বেশি মানুষ।
নতুন বার্তার ব্যাখ্যা নেই : এ বার্তায় তিনি কী বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে কোনো ব্যাখ্যা পরীমনি দেননি। বিষয়টি জানার জন্য তাকে কল দেওয়ার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। যদিও ফেসবুকে তিনি কিছু সংবাদ শেয়ার করেছেন, তা তার এই বার্তা নিয়ে প্রকাশ করেছে কিছু নিউজ পোর্টাল। এর আগে জেল থেকে মুক্তি পাওয়ার দিনেও তার হাতে লেখা একটি বাক্য আলোচনার ঝড় তুলেছিল।

পূর্ববর্তী নিবন্ধআবার সেই আগের নগর
পরবর্তী নিবন্ধপরীমনির রিমান্ড : দুই ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হাইকোর্ট