নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে ১৮ জানুয়ারি

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:১৫ পূর্বাহ্ণ

চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি। ওইদিন বিকাল সাড়ে চারটায় এই অধিবেশন বসবে। এটি ২০২১ সালের প্রথম অধিবেশন। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে। খবর বিডিনিউজের।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সমপ্রতি বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে আমাদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে। বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে। চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি চ্যানেল ঝুঁকিমুক্ত করতে বিপিসির নতুন ব্যয় ৩৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএসএমএসে মামলার তথ্য যাবে বাদীর মোবাইলে