নতুন তিন ফোল্ডএবল স্মার্টফোন পেটেন্ট স্যামসাংয়ের

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নতুন তিনটি ফোল্ডএবল স্মার্টফোনের জন্য পেটেন্ট অনুমোদন পেয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছর এপ্রিলে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে (ডব্লিউআইপিও) নতুন এই পেটেন্ট আবেদন করেছিল স্যামসাং। প্রতিটি নকশাতেই ক্যামেরার জন্য ভেতরে ‘কাটআউট’ দেখা গেছে।
প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, ১৫ অক্টোবর পেটেন্টটির অনুমোদন পেয়েছে স্যামসাং। একাধিক ক্যামেরা মডিউলযুক্ত ফোল্ডএবল ইলেকট্রনিক ডিভাইস নামে প্রকাশ পেয়েছে এই পেটেন্ট।
পেটেন্টে তিনটি ভিন্ন নকশা দেখিয়েছে স্যামসাং। এর মধ্যে দুটি নকশায় ডিভাইসটি ভাঁজ হবে বাইরের দিকে, হুয়াওয়ে মেইট এঙ ফোল্ডএবল ডিভাইসের মতো। আরেকটি নকশায় ডিভাইসটি ভাঁজ হবে ভেতরের দিকে, গ্যালাঙি জেড ফোল্ড২-এর মতো। খবর বিডিনিউজের।
তিনটি নকশাতেই সামনের পর্দায় কিছুটা জায়গা কাটা রয়েছে, যাতে ডিভাইসটি ভাঁজ করলেও ক্যামেরা দেখা যায়। পাশাপাশি ‘বর্ধনযোগ্য’ পর্দার একটি স্মার্টফোনের জন্যও পেটেন্ট আবেদন করেছে স্যামসাং। নতুন এই নকশায় প্রয়োজনের সময় ডিভাইসের পর্দা টেনে বড় করে নিতে পারবেন গ্রাহক।
গত মাসেই নতুন গ্যালাঙি জেড ফোল্ড২ ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাঙি জেড ফ্লিপের পর প্রতিষ্ঠানের তৃতীয় ফোল্ডএবল স্মার্টফোন এটি।

পূর্ববর্তী নিবন্ধভোক্তা ঋণ বাড়াতে বড় ছাড়
পরবর্তী নিবন্ধআইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো