নতুন জীবন পেয়েছি, আবু হেনা রনি

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

দুর্ঘটনার পর ‘দ্বিতীয় জীবন পেয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের পরিশ্রম এবং সেবার কারণেই আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। রনিকে উদ্দেশ করে আইজিপি বলেন, তিনি আজ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি আবারও মঞ্চে উঠে জনগণকে বিনোদন দেবেন। জনগণ আবারও তার কৌতুকের মাধ্যমে বিনোদিত হবেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে আবু হেনা রনি এবং পুলিশ কনস্টেবল জিল্লুরের চিকিৎসার জন্য সর্বাত্মক নিয়োজিত ছিলাম। এছাড়া বার্ন ইউনিটের অন্যান্য যেসব রোগী ছিলেন, তাদের চিকিৎসার জন্য আমরা সবসময় নিয়োজিত ছিলাম এবং আছি। এসময় দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশাররফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান এবং গাছা থানার আরেক কনস্টেবল মো. ইমরান হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি: বাইডেন
পরবর্তী নিবন্ধএবার নিরবের নায়িকা সুনেরাহ