নতুন কালুরঘাট সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়ন হোক

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের ওপর প্রবাহিত কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিন্তু প্রায় ৯০ বছরের পুরনো এই রেল-সড়ক সেতুটির অবস্থা জরাজীর্ণ। কালুরঘাট সেতুর পশ্চিম পাশ তথা শহর এলাকা থেকে বোয়ালখালী সদর গোমদণ্ডির দূরত্ব প্রায় তিন কিলোমিটার। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়। অথচ যানজট ছাড়া মাত্র ১০ মিনিটে এ ৩ কিলোমিটার পথ অতিক্রম করা যায়। তাছাড়া ২০০১ সালে সেতুটিকে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সেতুটিতে বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত, যেখানে নিয়মিত বিভিন্ন যানবাহন ও ট্রাক আটকে পড়ে।
অবস্থা এত ভয়াবহ যে বিভিন্ন গর্তের মধ্য দিয়ে নদীর পানি দৃশ্যমান। ঝুঁকি মাথায় নিয়ে দৈনিক প্রায় ১ লাখের অধিক লোক বিভিন্ন যানবাহন ও কয়েকজোড়া ট্রেনে সেতু অতিক্রম করছে। বোয়ালখালী, পূর্ব পটিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, শহরের চান্দগাঁও ও মোহরা এলাকার প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। ২০২০ সালে নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এখনো সেতু নির্মাণের কাজ শুরু হয়নি। অন্যদিকে সেতুটিতে জীবন ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই দ্রুত বহুল আকাঙ্ক্ষিত এই সেতু নির্মাণ শুরু করার জন্য রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জান্নাতুল ফেরদৌস সায়মা
বোয়ালখালী পৌরসভা,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যামুয়েল বার্কলি বেকিট : সাহিত্যে নোবেল বিজয়ী
পরবর্তী নিবন্ধপর্যটকবান্ধব কক্সবাজার নগরীর প্রত্যাশা