নতুন ই-পাসপোর্ট পেতে জটিলতার নিরসন চাই

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা ও ভারতে যাতায়াত করতে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটা সময় নতুন পাসপোর্ট বানাতে শুধুমাত্র চেয়ারম্যান কর্তৃক জাতীয়তা সনদপত্র প্রয়োজন হতো। বর্তমানে জন্মনিবন্ধন ও এনআইডি প্রয়োজন অত্যাবশক। বর্তমানে জন্মনিবন্ধন ভুলের সংখ্যা কম হলেও পূর্বের এনআইডি কার্ডে ভুলের কোনো সীমা নেই। নিজের নামে ভুল পিতার নামে ভুল মাতার নামে ভুল জন্ম তারিখে ভুল অক্ষরেও ভুল মোটকথা বলতে গেলে প্রত্যেক এনআইডিতে একটা না একটা ভুল লেগেই আছে।

এমতাবস্থায় আমরা যারা প্রবাসে আছি আদি পাসপোর্টকে ই-পাসপোর্টে রূপান্তরিত করতে গিয়ে পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডে ভুল থাকার কারণে দীর্ঘ ছয় মাসেও নতুন পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। যার ফলশ্রুতিতে অতি জরুরি কেউ দেশে ফিরতে চাইলে যেতে পারছে না, ছুটিতেও দেশে ফিরতে পারছে না।

তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রবাসীদের জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড অতিদ্রুত সংশোধন করে অতি সহজে স্বল্প সময়ে যেন এই পাসপোর্ট হাতে পাই।

শ্রীধর দত্ত
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।

পূর্ববর্তী নিবন্ধআলেকজান্ডার গ্রাহাম বেল : টেলিফোন আবিষ্কারক
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মূল্যবোধ