নগর জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধের আহ্বান

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিলো স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন-অগ্রগতির সোনালী সময়। সে সময় যে উন্নয়নের গতিধারা শুরু হয়েছিলো পরবর্তী সরকারগুলো তার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। তাই বাংলার মানুষ প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছোটভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে পার্টিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি ও সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের সুদক্ষ নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। গত ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর জাপা আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সিনেমা প্যালেস চত্বরে নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি কামরুজ্জামান পল্টুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সহ-সভাপতি কামাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকী, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জহুরুল ইসলাম রেজা, নুরুল আজিজ সওদাগর, যুব নেতা এস.এম. সাইফুল্লাহ সাইফু, নগর যুগ সংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি এনামুল হক বেলাল, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দিলু, কৃষক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবার মেঘনা ট্রেনের চালক আহত
পরবর্তী নিবন্ধজীবনের সর্বক্ষেত্রে রাসূলের (সা.) জীবনাদর্শ অনুসরণ করতে হবে