নগরে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত শুরু চসিকের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নয় ভাগে ভাগ করে নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্কার কাজের মধ্যে রয়েছে গর্ত ভরাট ও প্যাচওয়ার্ক। নগরীর যেসব স্থানে প্যাচওয়ার্কের কাজ শুরু হলো সেসব স্থান হলো মেহেদীবাগ গোলপাহাড় মোড় হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ মোড়, চকবাজার গুলজার টাওয়ার মোড় থেকে চট্টগ্রাম কলেজ গেট মোড়, ফিরিঙ্গীবাজার কবি নজরুল ইসলাম রোডের ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকা, মোহরা দেওয়ান মহসিন রোড, সল্ট ক্রসিংয়ের ভিতরের এলাকা, হালিশহর আনন্দবাজার রোডের চৌচালা মোড়, হালিশহর বিজিবির ভিতরের এলাকা। এসব এলাকার কাজ শেষ হতে আনুমানিক ১৫ দিন লাগবে।
কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের বৃষ্টির কারণে নগরীর বিস্তীর্ণ এলাকার বেশকিছু সড়ক ভেঙে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সরকারের চলমান মেগা প্রকল্পের কারণে চউক, চট্টগ্রাম ওয়াসাও খোঁড়াখুঁড়ি করায় সড়কগুলোতে যান ও জনচলাচলের ক্ষেত্রে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ধারাবাহিক কর্মসূচী ক্যারাভান এর মাধ্যমে নগরীর অলিগলির যাবতীয় সমস্যা সরেজমিন অবলোকন করে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। তারই আলোকে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর প্যাচওয়ার্কের মাধ্যমে মেরামত কাজ শুরু হলো বলে জানায় চসিকের জনসংযোগ শাখা।

পূর্ববর্তী নিবন্ধনুর হোসেনের রক্তের বিনিময়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৮, একজনের মৃত্যু