নগরীতে সাত রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর, মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ অভিযানে ৭টি রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্টুরেন্টগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছিল। গতকাল চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানায়, অভিযানে দেখা যায় ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের ফুডকোর্টগুলোতে কোন লাইসেন্স নেই। প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন এবং খাবারের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সকল রেস্টুরেন্ট মালিককে নির্দেশ দেওয়া হয়। অভিযানে সিএমপির একটি টিম সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আজাদীকে বলেন, মোট ১০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৭টিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে আমরা অভিযানটি পরিচালনা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচারুকলার জায়গায় চারুকলা চর্চাই হোক
পরবর্তী নিবন্ধআম বয়ানের মধ্য দিয়ে আজ প্রথম পর্বের ইজতেমা শুরু