নগরীতে পাহাড় কাটার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীতে পাহাড় কাটার অভিযোগে তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আকবর শাহ থানায় মামলা দুটি দায়ের করেন অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন ও মো. সাখাওয়াত হোসাইন। মামলার আসামিরা হলেন- আকবর শাহ থানাধীন ইস্পাহানি সি গেটে গ্রিন হিল এলাকার মোহাম্মদ আবুল বশরের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন, জসিম উদ্দিনের স্ত্রী সাবিহা ইয়াছমিন ও জাফর আহমদ। পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজায় পাহার কাটার সংবাদে গত ২৭ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান মনির হোসেন। এরপর পাহাড় কাটার সঙ্গে জড়িত জসিম উদ্দিন ও তার স্ত্রীকে নোটিশ দেওয়া হয়। গত ৩০ মার্চ শুনানি গ্রহণ করেন পরিবেশ অধিদফতর নগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার নির্দেশ দেন পরিচালক। গতকাল ৩১ মার্চ আকবর শাহ থানায় জসিম উদ্দিন ও তার স্ত্রী সাবিহা ইয়াছমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিদর্শক মনির হোসেন।
অন্যদিকে ফয়’স লেক দুই নম্বর রোডের স্পাইসি গলিতে পাহাড় কাটার সংবাদে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিদর্শনকালে পরিবেশ অধিদফতরের টিম তিন চারজন শ্রমিককে কোদাল শাবল দিয়ে পাহাড় কাটতে দেখেন। এ ঘটনায় পাহাড় কাটার নির্দেশদাতা জাফর আহমদকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদফতর। গতকাল শুনানি শেষে মামলার নির্দেশ দেন পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর বিকেলে আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। এর আগেও গত বছরের ১৭ জুন জাফর আহমেদকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, পাহাড় কাটার সংবাদ পেয়ে আকবর শাহ এলাকার গ্রিন হিল এবং ফয়’স লেকের স্পাইসি গলিতে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাদের শুনানিতে ডাকা হয়। এরপর পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার পরিবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নে ভিসা সমস্যা সমাধানের আশ্বাস
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু