‘ধলেশ্বরীর কথা’

| বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

যমুনা, মধুমতী, চিত্রা, কর্ণফুলী ও রূপসার পর এবার ধলেশ্বরীতে দৃষ্টি ফেরালেন তানভীর মোকাম্মেল। নদীটি নিয়ে একটি তথ্যচিত্র বানাচ্ছেন পরিচালক। ‘ধলেশ্বরীর কথা’ নামের সেই তথ্যচিত্রের গবেষণাকাজের প্রয়োজনে শুরু হয়েছে অডিওভিজ্যুয়াল প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের কাজ। পরে নদীর সঙ্গে জড়িত মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে ধলেশ্বরীর উৎস থেকে শুরু করে পুরো নদীপথ ও পার্শ্ববর্তী এলাকায় ক্যামেরা নিয়ে ঘুরবেন এই নির্মাতা। ২৩ নভেম্বর থেকে অডিওভিজ্যুয়াল শুটিং শুরু হয়েছে। মূল পর্বের শুটিং আরও কিছুদিন পর শুরু হবে। সিনেমাটির সহকারী পরিচালক সন্দীপ মিস্ত্রি বলেন, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলসহ পুরো নদী এলাকায় আমরা শুটিং করব। সেই জন্য নদী অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলছি। তাঁরা তাঁদের সংকট তুলে ধরছেন।
তবে তথ্যচিত্রের গল্পটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে, এখনই বলা যাচ্ছে না। কারণ, এটা পুরোটাই বাস্তব প্রেক্ষাপটে নির্মিত হবে।তানভীর মোকাম্মেলের কাজে বারবার উঠে এসেছে নদীঘেঁষা মানুষের জীবন, কর্ম, তাঁদের সংগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধফিরেছেন রচনা
পরবর্তী নিবন্ধ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ গাইলেন ন্যানসি